অপরাধ ও দুর্নীতি ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০৪

কাকরাইলে এস এ পরিবহন থেকে ‘৪৫ লাখ রুপি’ জব্দ

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর কাকরাইল এস এ পরিবহনের শাখা থেকে ৪৫ লাখ রুপি জব্দ করেছে পুলিশের মতিঝিল জোন। এ সময় আটক করা হয় দুইজনকে। তারা হলেন- ইয়াকুব ও হাসান। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস।

মিশু বিশ্বাস বলেন, ‘দুবাই থেকে বাংলাদেশে আসা ৪৫ লাখ রুপিসহ দুজনকে আটক করা হয়েছে। দুপুরে কাকরাইল এস এ পরিবহন থেকে জব্দ করা হয় রুপিগুলো।

তিনি আরও বলেন, ‘লাগেজে করে কার্গোতে রুপিগুলো বাংলাদেশে এসেছে। আমাদের কাছে তথ্য ছিল। পরে ২ জন লাগেজটি উঠাতে এলে আমরা তাদের আটক করি।’

তবে রুপিগুলো কেন এসেছে। কার কাছে এসেছে এগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

দুবাই থেকে সিলেট। তারপর সিলেট থেকে আহাদ নামে একজন এস এ পরিবহনে ঢাকা পাঠিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা যায়।