নিজস্ব প্রতিবেদক : বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি দুপুরে মাটিডালি বিমান মোড় এলাকায় টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয়। বিকেলে গণ উপদ্রবের অভিযোগে তাদের আদালতে পাঠানো হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে ৯৯৯-এ কল আসে শহরের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজ চালানো হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমাদেরকাগজ/ এইচকে






















