অপরাধ ও দুর্নীতি ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৩৯

তারেক জিয়াকে প্রতিমাসে কোটি টাকা দিতেন জি কে শামীম

ডেস্ক রিপোর্ট।। 

গত শুক্রবার গুলশানের নিকেতন থেকে র‌্যাবের হাতে আটক টেন্ডার মাফিয়া জি কে শামীম রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসময় তিনি জানিয়েছেন, লন্ডনে পালাতক তারেক জিয়াকে হুণ্ডির মাধ্যমে এক কোটি টাকা করে পাঠাতেন।

গোয়েন্দা সূত্র জানা গেছে, শামীম এমন সব তথ্য দিয়েছেন যা শুনলে গা শিউরে ওঠে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মুখে জি কে শামীম স্বীকার করেছেন যে, বিএনপিকে তিনি অর্থ দেন এবং তারেকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তারেককে প্রতিমাসে এককোটি করে চাঁদা পাঠাতেন। হুন্ডির মাধ্যমে এই টাকা পাঠাতেন। তবে সঠিক কি কারণে এই বিপুল পরিমানের সেটা এখনো জানা যায়নি। 

রিমান্ডে আরো জানা যায়, জি কে শামীম গত দশ বছরে ৪ বার লন্ডনে গিয়েছেন। প্রত্যেকবারই বিভিন্ন স্থানে তারেকের সঙ্গে দেখা করেছেন।

সূত্রগুলো জানিয়েছেন, বিএনপির একজন ব্যবসায়ী নেতার মাধ্যমেই তারেকের সঙ্গে শামীম নিয়মিত যোগাযোগ রাখতেন।