অপরাধ ও দুর্নীতি ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৫৬

৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭ম শ্রেণির ছাত্র গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।।

বগুড়া জেলার কাহালু উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত কিশোর ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর দাদী বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর কাহালু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, নির্যাতনের শিকার কিশোরীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।