অপরাধ ও দুর্নীতি ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৭

প্রেমিকের সাথে পালানোর এক মাস পর স্কুলছাত্রী উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।।

প্রেমের সূত্র ধরে লক্ষীপুর রামগঞ্জ থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া এক স্কুল ছাত্রীকে এক মাস পর প্রেমিকসহ নোয়াখালী থেকে উদ্ধার করেছেন পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেনরে নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে প্রেমিক শিহাব উদ্দিন রাজুকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানায় প্রেরণ করা হয়।

জানা যায়, লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের ছালা উদ্দিনের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর (১৫) নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট রামহরিতালুক গ্রামের শিহাব উদ্দিন রাজুর সাথে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল ।

এক পর্যায়ে গত ১৮ই আগষ্ট গভীর প্রেমের টানে প্রেমিকের কাছে নোয়াখালীতে পালিয়ে আসে প্রেমিকা এবং এফিডেভিট এর মাধ্যমে কোর্ট ম্যারেজ করে আত্নগোপনে চলে যায়।

এদিকে ভিকটিমের পিতা ১৮ই আগষ্ট রামগঞ্জ থানায় প্রেমিক শিহাব উদ্দিন রাজু,  মো. রাসেল ও জহির উদ্দিন মেম্বার তিনজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে।

এ বিষয়ে নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, এ ঘটনায় ১৮ আগষ্ট রামগঞ্জ থানা থেকে ওসি স্যার মামলার বিষয়ে আমাকে জানান। আসামী শিহাব উদ্দিন রাজু নোয়াখালী সদর উপজেলার রামহরিতালুক গ্রামের মহিউদ্দিন মনিরের ছেলে।