ডেস্ক রিপোর্ট।।
বুধবার রাতে, রাজধানীর ইয়ং ম্যানস ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পর র্যাব সদস্যদের তিন নম্বর অভিযানস্থল ছিল গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরেই জুয়ার আসর বসতো ক্লাবটিতে।
র্যাবের অভিযানের সময় দেখা যায়, ক্লাবের একপাশে এক দরজায় লেখা রয়েছে ‘রেস্ট্রিক্টেড এরিয়া’। ভেতরে ঢুকতেই দেখা গেল টেবিলের ওপর একটি সাপের মাথা ও কষ্টিপাথর রাখা রয়েছে।
এখানে এসব কেন জিজ্ঞাসা করতেই জানা যায়, কষ্টিপাথরে সাপের মাথা ছুঁয়ে তবেই খেলা শুরু করতেন জুয়ারিরা। জুয়ার বোর্ডে হারা বা জেতা নির্ধারণে এসব নাকি কাজে দিত তাই এসবের আয়োজন।
অভিযানে আসা র্যাব সদস্যরা জানান অন্যান্য ক্লাবের থেকে মুক্তিযোদ্ধা সংসদের ভেতরের চিত্রটা অন্যরকম। ক্লাবটির ভেতরে রয়েছ কয়েকটি দানবাক্স। দানবাক্স থেকেই লাখ টাকার ওপরে জব্দ করেছে র্যাব।
ব্যতিক্রম ক্লাবটি একাধারে মুক্তিযুদ্ধ, ধর্ম এবং ক্ষমতাসীন দলের লেবাস লাগিয়ে চলতো এই ক্লাবের ক্যাসিনো ব্যবসা। অফিস রুমে দেখা গেল একজন মুক্তিযোদ্ধা নেতার ছবির পাশে বড় করে রাখা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ছবি।




















