নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের একটি ভবন থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রথমে তাকে ধরার জন্য র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম এর নেতৃত্বে র্যাব-৩ এর একটি টিম রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ইয়াং ম্যান্স ক্লাবে অভিযান চালায়।
উক্ত অভিযানে ১৪২ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিপুল অঙ্কের অর্থ জব্দ করেছে র্যাব। মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের কিছু নেতা ক্যাসিনো ব্যবসায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে এবং ক্যাসিনো পরিচালনার জন্য নেপাল, থাইল্যান্ড থেকে প্রশিক্ষিত নারীদের আনা হয়েছিল।
আর ঠিক একই সময় গুলশানের ৫৯ নম্বর রোডের ৫ নাম্বার বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
খালেদ মাহমুদ ভূঁইয়া একাধারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সভাপতি, হাবীবুল্লাহ বাহার ইউনির্ভাসিটি কলেজ এর গভর্নিংবডির অন্যতম সদস্য, ও খিলগাঁও বাজার সিটি কর্পোরেশন দোকান মালিক সমিতির চেয়ারম্যান।
বিস্তারিত আসছে...