নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. শহীদ (২৩), মো. রিপন আলী (২৭) ও মো. লুতফর শেখ (৩০)। এসময় তাদের হেফাজত থেকে ৮১ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গত ৩ জানুয়ারি, ২০২১ পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হক বলেন, গ্রেফতারকৃতরা প্রথমে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসত। এক্ষেত্রে তারা বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করত। কখনো ভিক্ষুক, কখনো কাপড় ব্যবসায়ী, কখনোবা ফেরিয়ালা বেশে তারা বিভিন্ন পথ দিয়ে রাজধানীতে প্রবেশ করত। এরপর গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মাদকদ্রব্য বিক্রি করত।
তথ্যপ্রযুক্তির সাহায্যে নিয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু করা হয়েছে।