নিজস্ব প্রতিবেদক
সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে জামাত-উল-মুজাহিদীনের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব-৩।
আজ শুক্রবার দুপুরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় ও সাভারের উলাইল এলাকার কর্ণপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জঙ্গি সদস্যরা হলো রাজবাড়ী জেলা সদর থানার নিকবর শেখের ছেলে আহসান হাবিব (২৭)। সাভারে তার একটি টেইলার্স দোকান রয়েছে এবং ঠাকুরগাঁও সদর থানার খামার ভোপলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন (২৭)। সে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করত।
র্যাব জানায়, তারা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। আহসান হাবিব ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পরে আহসান হাবিব পালানোর চেষ্টা করে। পরে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্যমতে আশুলিয়া পৃথক অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। আলমগীর আহসান হাবিবের সহযোগী। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও পিডিএফ ফাইলে সংরক্ষিত জিহাদি বইয়ের ৫০ পাতা স্ক্রিনশট উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, আহসান হাবিব এর আগেও একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি জামিনে বের হয়ে আবার এই অপরাধে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে দুপুরে সাভার থানায় হস্তান্তর করে।




















