অপরাধ ও দুর্নীতি ১৫ ডিসেম্বর, ২০২০ ০২:৩১

ফের ইয়াবাসহ রোহিঙ্গা আটক ​​​​​​​

ডেস্ক রিপোর্ট

পৃথক অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া চট্টগ্রামের লোহাগাড়ায় ১৫ হাজার ৭৬৩ পিস ইয়াবাসহ জনকে আটক করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব) এদের মধ্যে জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক জন হলেন হলেন, লিটন দেবনাথ (৪০), রাজীব দেবনাথ (২৫), মো. ইলিয়াস (২৪), মো. নূর আলম (২০), আবু তাহের (৩৮), মো. একরামুল হক (৪০), মো. বকুল মিয়া (২৩) এদের মধ্যে ইলিয়াস, নূর আলম আবু তাহের রোহিঙ্গা নাগরিক।

্যাব- এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানাধীন মিডওয়ে ইন রেস্টুরেন্ট এলাকা এবং কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার ৭৬৩ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে জন রোহিঙ্গা রয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে।