ডেস্ক রিপোর্ট ।।
নাটোরের সাবেক জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে নিজ দপ্তরের নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে অব্যাহত যৌন হয়রানিমূলক আচরণ করায় বাধ্য হয়ে গত বছর ২৪ অক্টোবর ডিসির বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রনসালয়ে লিখিত অভিযোগ করেন ওই ম্যাজিস্ট্রেট।
এছাড়া তার বিরুদ্ধে নিজ দপ্তরের অধস্তন কর্মকর্তা, অন্য দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক ও স্থানীয় সামাজিক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।
আরো পড়ুন:ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে ২ পুলিশ কর্মকর্তার মারামারি (ভিডিও)
এ ঘটনায় মন্ত্রণালয়ের একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই ম্যাজিস্ট্রেট ‘অব্যাহত কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি সামনে এনে ডিসির বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগ ডিসি ফেসবুকে খুদে বার্তা পাঠিয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি রনেন রায় ও জেলার দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের সমালোচনা করেছেন। তারা ডিসির কর্মকান্ডে
“অনভিপ্রেত', 'দায়িত্বহীনতা' ও 'দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
আরো পড়ুন: এবার সাধনার গোপন চিঠি ফাঁস
ফেসবুকে নিজ দপ্তরের নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির ব্যাপারে জেলা প্রশাসক গোলামুর রহমান স্পষ্ট কোন জবাব দেননি। তবে তার আইডি হ্যাক হতে পারে ইঙ্গিত দিয়ে বলেন, সামাজিক যােগাযােগমাধ্যম নিয়ে তিনি কোনাে মন্তব্য করতে চান না।
একটি সূত্র জানায়, ইতােমধ্যেই ডিসি গােলামুর রহমানের সম্পর্কে গােপন তদন্ত করেছে সরকারের গুরুত্বপূর্ণ একটি সংস্থা।






















