নিজস্ব প্রতিবেদক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্যসহ অজ্ঞান পার্টির ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শমশের আলী ওরফে শহর আলী (৪৮), রায়েজ মোল্লা (৩৭), লিটন মিয়া (৩২), নুরুল ইসলাম (৪০), শাহাদত হোসেন শাহিন (৪৫) ও হারুন অর রশিদ (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তজেলা অজ্ঞান পার্টির ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মা’জুন আরদে খোরমা হালুয়া, প্যারাসুট নারিকেল তেলের বোতল, ট্যাবলেট ডিসোপ্যান-২, ডরমিকাম মিডাজোলাম ৭.৫ মি.গ্রা., সুকরল এসপারটেইম ইউএসপি ১৮মি.গ্রা., জিরো সুকরারোজ ৮ মি.গ্রা. ওষুধ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতাররা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে যাত্রীবাহী বাস, ব্যাংক এলাকা ও বিভিন্ন হাটবাজারে ফেরি করে অস্বাস্থ্যকর হালুয়া বিক্রি করেন। তারা কৌশলে যাত্রী ও হাটবাজারে আসা ব্যক্তিদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
গ্রেফতাররা এসব উপাদান মিক্সড করে অস্বাস্থ্যকর নেশাজাতীয় হালুয়া তৈরি করতেন। পরে বিভিন্ন জায়গায় ঘুরে যাদের কাছে টাকা ও মূল্যবান জিনিস আছে তাদেরকে তা খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতেন।