ডেস্ক রিপোর্ট
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২ কেজি ১৪০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম হাসান আলী (৪২)। তিনি যশোর জেলার কেশবপুর থানার চাঁদড়া গ্রামের মৃত কফিলউদ্দিনের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে কাকডাঙ্গা বিওপির হাবিলদার নূরে আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ১৮ পিস স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সেটসহ চোরাকারবারি হাসান আলীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ১৪০ গ্রাম।




















