নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে নিখোঁজের পরদিন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোফাজ্জল হোসেন (৪০)। তিনি জামালপুরের আব্দুল মজিদের ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ভাড়া থেকে তিনি দিনমজুরের কাজ করতেন।
জিএমপি’র পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মোফাজ্জল। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন শনিবার দিবাগত রাতে স্থানীয়রা হায়দরাবাদ হাজিপাড়া এলাকায় মোফাজ্জলের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্যমরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, নিহতের ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব-বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে।