স্পোর্টস ডেস্ক
দেশের মাটিতে বলের গতির ঝড় তুলতে ভুল করেননি বাংলাদেশ দলের পেইসার রুবেল। পেইস তান্ডবে তামিম একাদশকে হেলিয়ে দিয়েছেন একাই।
দুই তামিমের জুটিটা জমে উঠেনি। শুরুর মতো শেষটাও একই তামিম একাদশের। মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে তামিমরা। দুপুরে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাট করতে নেমে তামিম ইকবাল ফেরেন মাত্র ২ রান করে রুবেল হোসেনের বলে। এরপর ইনিংসের ৩ ওভার শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে পৌনে দুই ঘণ্টা। ১ উইকেটে ১২ রানে পুনরায় খেলা শুরুর বড় বিপদে পড়ে তামিম একাদশ।
বিরতি শেষে মোহাম্মদ মিঠুনকে শূন্য রানে ফেরান রুবেল হোসেন। এরপর তানজিদ তামিমও ফেরেন রুবেলের বলে ১৮ বলে ২৭ রান করে।
এনামুল হক বিজয় একপাশ আগলে রাখলেও বাকিদের আসা-যাওয়ার মিছিলে দলীয় একশ রান করাটাও কঠিন হয়ে পড়ে। বলা যায় রুবেল হোসেনের বোলিং তোপে বিপাকে পড়ে তামিম একাদশ।
বিজয় ৩৩ বলে ২৫ রানে ফেরেন পেসার সুমন খানের বলে ক্যাচ দিয়ে। এরপর মোসাদ্দেকের ৫, মাহাদি হাসানের ১৯, সাইফউদ্দিনের ১২ রানে ভর করে ১০৩ রান তোলে তামিম একাদশ।
রুবেল হোসেন ও সুমন খান নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও আমিনুল বিপ্লব।