খেলাধুলা ১০ অক্টোবর, ২০২০ ১০:০৭

গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের সামনে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

আগামী রোববার (১১ অক্টোবর) গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হবে জোকোভিচ ও নাদাল। এবার কার এগিয়ে যাওয়ার পালা, আগের আট ফাইনালে তারা জিতেছেন চারবার করে

মুখোমুখি লড়াইয়ে অবশ্য কিছুটা এগিয়ে আছেন জোকোভিচ। ৫৫ বারের দেখায় ২৯ বার জিতেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলে ফাইনালে দুজনের দেখা হয়েছে ২৬ বার; সেখানেও ১৫ জয় নিয়ে এগিয়ে জোকোভিচ।

তবে গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি মেজর জেতা নাদাল; ১৫ বারের দেখায় ৯ বার জিতেছেন তিনি। জয়ের সংখ্যাটাকে এবার দুই অঙ্কে নিতে পারলেই পুরুষ এককে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরারের পাশে বসবেন ৩৪ বছর বয়সী নাদাল।

নাদালের বিপক্ষে শিরোপা লড়াই কতটা কঠিন হবে, জানেন জোকোভিচ। তবে প্রেরণার কোনো কমতি নেই তার, জানালেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।

এটা রাফার রাজত্ব। কারণ সে এখানে অনেকবার জিতেছে। আমাকে সেরা টেনিস খেলতে হবে। কারণ রোলাঁ গারোঁয় রাফার বিপক্ষে খেলাটাই হয়তো সর্বোচ্চ পর্যায়ের চ্যালেঞ্জ। ”

ক্লে কোর্টের রাজার সামনে ফাইনালে আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ। জোকোভিচের লক্ষ্য নাদালের আধিপত্য ভেঙে দ্বিতীয়বার মুকুটটি মাথায় তোলার।