স্পোর্টস ডেস্ক
ফরাসি ওপেন থেকে আর্জেন্টাইন উদীয়মান তারকা দিয়েগো শয়ার্টসমানের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নেন ডিমিনিক থিয়েম।
কিছুদিন আগেই ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকেও রোম ওপেনে হারিয়ে দিয়েছিলেন দিয়েগো। এবার তাঁর দুরন্ত টেনিসের শিকার হলেন থিয়েম।
এদিন ফ্রেঞ্চ ওপেনে নারী ও পুরুষদের বিভাগে রমরমা ছিল আর্জেন্টাইন খেলোয়াড়দের। নারী বিভাগে রেকর্ড গড়ে সেমিতে উঠেন নাদিয়া পোদোরস্কা। আর পুরুষদের বিভিগে দাপট দেখালেন দিয়েগো শয়ার্টসমান।
অন্যদিকে রাফায়েল নাদাল জয় অব্যাহত রেখেছেন। ক্লে কোর্টে তিনি অপ্রতিরোধ্য। কোয়ার্টার ফাইনালে সহজে জিতে পৌঁছে গেলেন সেমিফাইনালে। নাদাল কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন জন সিনারকে। স্ট্রেট সেটে হারালেন তাঁকে। খেলার ফল নাদালের পক্ষে ৭-৬,৬-৪,৬-১।
সেমিফাইনালে দিয়েগোর মুখোমুখি হবেন রাফায়েল। পাঁচ সেটের এত দীর্ঘ ম্যাচের ক্লান্তি কাটিয়ে আর্জেন্টিনার খেলোয়াড় ক্লে কোর্টের রাজার সাথে কি হয় সেটাই মুখ্য।