খেলাধুলা ৫ অক্টোবর, ২০২০ ০৩:২১

ভিনিসিয়ুস জুনিয়রের অবদানে বিজয়ী রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

ভিনিসিয়ুস কে এক মুহূর্তে মনে হয় অসাধারণ এক ফুটবলার, পর মুহূর্তেই মনে হয় ইনি কে!  গোলের সামনে গেলেই গুবলেট পেকে যায়। আজ লেভান্তের বিপক্ষে দুই ভিনিসিয়ুসের দেখাই মিলেছে।

ভিনিসিয়ুস জুনিয়রের সাথে বল নিয়ে ছুটতে পারার মতো তুলনা করার খেলোয়াড় খুব কম। পায়ের স্কিলও তাঁর কম নয়, প্রতিপক্ষকে তটস্থ করতে পারেন ভালো।

আগের ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তাঁর একমাত্র গোলেই জিতেছিল রিয়াল। আজ লেভান্তের বিপক্ষেও রিয়ালকে জেতালেন ব্রাজিলিয়ান তরুণ।

গত ম্যাচের গোলটি ছিল প্রতিপক্ষের উপহার। আর আজ যে গোলটা করেছেন সেটায় ছিল নিখাদ লাতিন ফুটবলের সৌন্দর্য। লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে লিগে আপাতত শীর্ষে চলে গেল রিয়াল।

স্কোরলাইন ২-০ দেখাচ্ছে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে করিম বেনজেমার গোলের কারণে। কিন্তু ম্যাচের স্কোরলাইন খেলার পরিস্থিতি বোঝাতে পারছে না।

প্রথমার্ধে শুধু ১৬ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে ভিনিসিয়ুস জুনিয়রের বাঁকানো শটটি ছাড়া ম্যাচের হাইলাইটসে স্থান পাওয়ার মতো কিছু ঘটেনি। কিন্তু ম্যাচটি সব সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে অন্তত চারবার ব্যবধান বাড়াতে পারত রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা মিলে নষ্ট করেছেন সব সুযোগ। বেনজেমার শট তো ফিরেছে পোস্টে লেগে।

ওই দশ মিনিটে দুর্দান্ত ফুটবল খেলেছে রিয়াল। কিন্তু এরপরই ম্যাচে দাপট শুরু হয়েছে স্বাগতিকদের। ৫৫ মিনিটে রিয়ালের দাপট কমাতে দুজন বদলি খেলোয়াড় নামিয়েছেন লেভান্তে কোচ পাকো লোপেজ। এরপরই রিয়ালের আত্মা কাঁপানো ফুটবল খেলেছে দলটি।

এ সময়টায় রিয়ালকে ম্যাচে রেখেছেন থিবো কোর্তোয়া। গত ম্যাচেও রিয়ালের ত্রাতা ছিলেন এই গোলরক্ষক। আজও দ্বিতীয়ার্ধে প্রায় একাই রিয়ালকে রক্ষা করেছেন কোর্তোয়া।

দীর্ঘদেহী এই গোলরক্ষক একবারই বোকা বনেছিলেন। সেটা প্রতিপক্ষ নয়, নিজের দলের খেলোয়াড়ের কারণে। লেভান্তের একটি শট ঠেকাতে ঝাঁপ দিয়েছিলেন কোর্তোয়া, কিন্তু কাসেমিরোর পায়ে লাগায় বল পথ বদলে জালের দিকে যাচ্ছিল।

কিন্তু কোর্তোয়ার লম্বা পা সে বল ঠেকিয়ে দিলে বেঁচে যায় রিয়াল। ৭০ মিনিটে রামোসের গোল রিয়ালকে স্বস্তি দিচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু সে গোল অফসাইডের কারণে বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

যোগ করা সময়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল লেভান্তে। একদম শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে উঠে এ মৌসুমে প্রথম গোল পেয়েছেন বেনজেমা।