স্পোর্টস ডেস্ক।।
ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বদানকারী মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করে বলেছেন, রিয়াদের মাঝে তিনি ধোনিকে দেখতে পাচ্ছেন। তার অধিনায়কত্ব অনেকটাই ধোনির সাথে সাদৃশ্যপূর্ণ বলে অভিমত এই সাবেকের।
দিল্লীতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। তবে বৃহস্পতিবার রাজকোটে দিল্লীর পারফরম্যান্সের অনুলিপি করতে ব্যর্থ হয় রিয়াদ-মুশফিকরা।
এদিকে রিয়াদ তার অধিনায়কত্বে যে মুন্সিয়ানা দেখিয়েছে সেই প্রসঙ্গে অবতারণা করে ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ইরফান পাঠান বলেন, ‘যখন আপনি বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচ জিতেন, এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সহায়তা করে এবং ম্যাচের সময় মাহমুদউল্লাহ তার নিজের পারফরম্যান্স দিয়ে এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্বের এক যোগ্য উদাহরণ স্থাপন করেছেন।’
‘তার অধিনায়কত্বের মধ্যে মহেন্দ্র সিং ধোনির একটি ইঙ্গিত ছিল কারণ তিনি পাওয়ার প্লেয়ের পরে খণ্ডকালীন বোলারদের যথাযথভাবে ব্যবহার করেছিলেন যা ধোনিকে প্রায়শই করতে দেখা যেতো।’
উক্ত অনুষ্ঠানের আরেক অতিথি সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং ধারনা করেন নাগপুরে বাংলাদেশ সিরিজ জিততে চাইলে ব্যাট হাতে মুশফিককেই মুখ্য ভূমিকা পালন করতে হবে।
হরভজন বলেন, ‘মুশফিকুর রহিম অনেক ভালো মানের অভিজ্ঞ একজন ক্রিকেটার, স্পিন ও পেস বোলিং উভয়ই খেলতে পারার দুর্দান্ত দক্ষতা রয়েছে তার। মুশফিক নিজের দিনে যেকোন দলের বোলিং ইউনিটের জন্য এক ত্রাসের নাম, তার প্রমাণ সে দিল্লীতেই ছেড়ে এসেছে।’
আগামী রবিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ভিসিএ) স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী চূড়ান্ত টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। চলতি মাসের ১৪ তারিখ ইনডোরে শুরু হবে দু'দলের দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। আগামী ২২ তারিখ ইডেন গার্ডেনে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।






















