খেলাধুলা ৬ নভেম্বর, ২০১৯ ০৪:০৩

টাইগাররা সিরিজ জিতলে আর টুইট করবেন না শেবাগ!

স্পোর্টস ডেস্ক।।

ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে টাইগাররা সিরিজ জিতলে ভারতের সাবেক ওপেনার শেবাগ টুইট করা ছেড়ে দেবেন। স্টার স্পোর্টসের এক বিজ্ঞাপনচিত্রে এমন মন্তব্য করতে শোনা গেছে শেবাগকে। ওই বিজ্ঞাপনচিত্রে তিনি বলেন, ঈশ্বর আমি টুইট করা ছেড়ে দেব। শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ভারত হেরে গেলে।

সেখানে তিনি আরও বলেন, হেরে যাওয়ার ভয় নেই। শুধু তাদের নাটকের চিন্তা।

এর আগে স্টার স্পোর্টসের নির্মিত অপর এক প্রোমোতে বাংলাদেশকে উদ্দেশ্য করে শেবাগকে বলতে শোনা গেছে, কোহলি না থাকতেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে?

তবে প্রথম ম্যাচ জিতে সেই প্রশ্নের জবাব দিয়েছেন মুশফিকরা।