স্পোর্টস ডেস্ক।।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
দিল্লিতে চলা বায়ু দুষণের মধ্যেই চলছে বাংলাদেশ-ভারত ম্যাচ। টাইগারদের এই গুরুত্বপূর্ণ সিরিজে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে না জানানো কারণে আইসিসি সাকিবকে নিষিদ্ধ করে।
অন্যদিকে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সাকিব-তামিম ছাড়াই খেলতে হচ্ছে মাহমুদউল্লাহদের।
ভারতের মাঠে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলে বড় লজ্জায় পড়ে যাবে টাইগাররা। এমনটি হলে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জা রেকর্ড গড়া শ্রীলংকার সঙ্গী হবে বাংলাদেশ।






















