ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল পাকিস্তান। এবার মিরপুরে তারা ভিন্ন কন্ডিশনে নেমে পুরোপুরি ভড়কে গেছে। টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ১১০ রানে। এমনকি পুরো ২০ ওভারও খেলতে পারেনি সালমান আলি আগার দল। পরবর্তীতে ম্যাচ শেষে পাকিস্তান কোচ মাইক হেসনও মিরপুরের পিচ নিয়ে ক্ষোভ ঝাড়েন।
শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫.৩ ওভারে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এমন ম্যাচের পর আলোচনায় মিরপুরের উইকেট। অবশ্য পাকিস্তান কোচ হেসনের সমালোচনা শোনার পর বাংলাদেশ ২০ ওভার ব্যাট করলে ১৬০ রান তুলতে পারত বলে মন্তব্য করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
স্বাভাবিকভাবেই মিরপুরের উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ। ফলে উইকেট বেশি কঠিন মনে হয়নি স্বাগতিক ওপেনার পারভেজ ইমনের কাছেও, ‘(উইকেট আদর্শ নয়) এমন কিছু মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে (মূলত ১৫.৩ ওভারে)। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তাই আমার কাছে এমন কিছু (পাকিস্তান কোচের মতে পিচ আন্তর্জাতিক মানের নয়) মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’
এদিন অবশ্য বল হাতে ডট বলের জাদু দেখিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ১৮টি বল ডট করে রান দিয়েছেন স্রেফ ৬, পাশাপাশি ২ উইকেট তুলে নেন। ম্যাচ শেষে মুস্তাফিজের পাশাপাশি বাকি বোলারদেরও প্রশংসা করেছেন ইমন। বাঁ-হাতি এই ওপেনার বলেন, ‘খুব ভালো বোলিং করেছে মুস্তাফিজ ভাই। বাকিরাও অনেক ভালো করছে, এ কারণে আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।’
প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ২২ ও ২৪ জুলাই সিরিজের শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুটি ম্যাচই হবে একই ভেন্যু মিরপুর শের-ই বাংলায়, খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।