হাসপাতালে সাকিব,ম্যাচ নিয়ে বাড়ল দুশ্চিন্তা
আমাদের কাগজ ডেস্কঃ আগামীকাল ভারতের বিপক্ষে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে ম্যাচের আগে বড় দুশ্চিন্তার কারণ এখন শাকিব। গণমাধ্যমের খবর, আজ দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পাওয়া টাইগার কাপ্তানকে। এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় চোট পান সাকিব।
এদিকে ভারতের সাথে মাঠে নামার আগে ঐচ্ছিক অনুশীলন রয়েছে বাংলাদেশ দলের। তবে স্ক্যান বিপদ কাঁটিয়ে উঠতে পারলে অনুশীলনে যোগ দিতে পারেন সাকিব।
এদিন অনুশীলনে বেশ সাবলীলই দেখা গেছে টাইগার দলপতিকে। তবে হ্যাটট্রিক জয়ের স্বাদ পাওয়া ভারতের বিপক্ষে সাকিবের খেলা এখনও অনিশ্চিত। যদিও গতকাল অনুশীলনে দেখা গিয়েছিল সাকিবকে। এ সময় রানিং আর ব্যাটিং দেখে যে কারও মনে হতে পারে— সুস্থ আছেন সাকিব।
দলের ফিজিও বায়েজিদুল ইসলামকে নিয়ে প্রথমে ছোট ছোট রানিং করেন টাইগার অধিনায়ক। এরপর তিনি ধাপে ধাপে বড় রানিংয়ে যান।

জয়ের জন্য তৃষ্ণার্ত টাইগারদের পরবর্তী ম্যাচে যে নিয়মিত অধিনায়কের উপস্থিতি খুব প্রয়োজন। বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে হলে অবশ্যই অধিনায়ক ও পারফর্মার সাকিবের কোনো বিকল্প নেই! ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন সাকিবও।
প্রসঙ্গত,এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন ভারতকে হারাতে পারলে সবচেয়ে বেশি খুশি হন তিনি। যে কারণে টাইগার অধিনায়ক এই ম্যাচকে ঘিরে বড় স্বপ্নই দেখছেন!
আমাদেরকাগজ/এমটি