স্পোর্টস ডেস্ক : পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২০০ রানের আগেই আটকে দিয়ে নিজেরা যে এবারের বিশ্বকাপে হট ফেবারিট দল ভারত। তবে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অজি পেসারদের তোপের মুখে পড়ে রোহিত শর্মার দল। ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ভারতীয়রা। একে একে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার রোহিত শর্মা, ঈশান কিষান ও মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার।
তবে শুরুর সেই ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে ভারতীয়রা। চতুর্থ উইকেট জুটিতে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ সারছেন অভিজ্ঞ বিরাট কোহলি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৩ উইকেটে সংগ্রহ ভারতের ৯২ রান। ৪৫ রানে বিরাট কোহলি ও ৪৪ রানে ক্রিজে আছেন লোকেশ রাহুল।
আজ রোববার, ৮ অক্টোবর চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের ৪১ ও স্টিভেন স্মিথের ৪৬ রানে ৪৯ দশমিক ৩ ওভারে মাত্র ১৯৯ রানে অল-আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া।
কিন্তু এমন পিচ যে বুমেরাং হয়ে ফিরতে পারে, সেটাও হয়তো ভাবতে পারেনি ভারতের ক্রিকেট সমর্থকরা। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। মিচেল স্টার্কের বলে ঈশান কিষাণ দিয়ে শুরু, এরপর জশ হ্যাজেলউডের বলে ফেরেন রোহিত ও শ্রেয়াস।
আমাদেরকাগজ / এইচকে