খেলাধুলা ৩ অক্টোবর, ২০২৩ ০৫:১৩

বাবরকে দিয়ে পানি টানাব : শাদাব খান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রস্তুতি ম্যাচটা ভালোই হয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮৪ বলে ৮০ রান। তাই হয়তো মূল পর্ব শুরুর আগে বিশ্রাম নেওয়ার জন্য দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন না তিনি। তাঁর বদলে টস করতে নেমেছেন সহ-অধিনায়ক শাদাব খান। তবে টস করতে এসে শাদাব যা বললেন, তাতে বাবরের বিশ্রামের চিন্তা উড়ে যেতে পারে।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি ও অধিনায়ক বাবরের ৮০ রানের ইনিংস আর সৌদ শাকিলের ৫৩ বলে ৭৫ রানের ইনিংসে ৩৪৫ রানের বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। তবে বোলারদের ব্যর্থতায় এই রান নিয়েও সেদিন জিততে পারেনি পাকিস্তান।

একই মাঠে আজ পাকিস্তান খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাবরকে টসের সময় না দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, বাবরের আবার কিছু হলো না তো! তবে এমন কিছুই হয়নি নিশ্চিত করে শাদাব বলেছেন, ‘বাবর ঠিক আছে, সে শুধু বিশ্রাম নিতে চেয়েছিল। বাবর আর রিজওয়ান বিশ্রামে আছেন। তবে আমি বাবরকে ফিল্ডিং করতে ও পানি টানার জন্য মাঠে নামাব। আমি এমন অধিনায়ক (হাসি)।

প্রথম ম্যাচের হার প্রসঙ্গে শাদাব বলেছেন, ‘প্রথম ম্যাচটা হেরেছি, তবে আজ জিততে চাই। আর জয় তো অভ্যাসের বিষয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানের বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২১৫। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। বৃষ্টির কারণে বাতিল হওয়া সেই ম্যাচে ফল না এলেও হ্যাটট্রিক করেছিলেন মিচেল স্টার্ক। ব্যাট হাতে ফিফটি পেয়েছিলেন স্টিভ স্মিথ।


আমাদেরকাগজ / এইচকে