স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।
পরীক্ষা-নিরীক্ষার সিরিজে নিউ জিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নেমেছে দুই দল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় খেলাটি শুরু হবে।
মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা
নিউ জিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা কি থাকবে? সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে লিটনের উত্তর, ‘রোল (ভূমিকা) জিনিসটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে।’ মাহমুদউল্লাহ সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেন গত মার্চে। অন্যদিকে সৌম্য সবশেষ ওয়ানডে খেলেন ২০২১ সালের মার্চে, ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
তামিমের ফেরা
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ওয়ানডের পর অবসরই নিয়ে ফেলেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নানা নাটকীয়তায় আবার ফিরে আসেন। চিকিৎসা শেষে ছিলেন রিহ্যাবে। ফিট হয়ে ফিরেছেন নিউ জিল্যান্ড সিরিজে।
পরিসংখ্যানের পাতা
২০০৮ সালের পর ওয়ানডেতে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে কখনো হারাতে পারেনি নিউ জিল্যান্ড। এরপর সাত ওয়ানডে খেলে প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে ৩৮ বার। বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচে, বাকি ম্যাচগুলোতে নিউ জিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।