স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে তৃতীয় দিন প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি আইরিশরা। তবে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় ওভারেই পিটার মুরকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম। এরপর ষষ্ঠ উইকেটে টেক্টর-টাকার জুটি প্রতিরোধ গড়ে তুলেছেন। দুজনে মিলে প্রথম সেশনের বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন।
এই সেশনে ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান নেয় আইরিশরা। সাকিব-তাইজুলরা হাত ঘোরালেও উইকেটের দেখা পাননি। টেক্টর-টকারের জুটিতে ৮৯ বলে আসে ৪২ রান। তবে ইনিংস পরাজয় এড়াতে এখনও ৬২ রান করতে হবে, সফরকারীদের হাতে আছে ৫ উইকেট। বৃহস্পতিবার, ৬ এপ্রিল মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২৮ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পিটার মুর। তবে দিনের দ্বিতীয় ওভারে পঞ্চম বলে সহজ সুযোগ হাতছাড়া করেন লিটন দাস।
তাইজুল ইসলামের ঘূর্ণি বল টেক্টরের ব্যাটে খোঁচা লেগে উইকেটের পেছনে গেলেও লিটন তা তালুবন্দি করতে পারেননি। ফলে ৫২ বলে ৯ রান করে বেঁচে যান প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো ডানহাতি এই ব্যাটার। এরপর উইকেট কামড়ে ধরে ব্যাটিং করে দুজনে কাটিয়ে দিয়েছিলেন প্রথম ঘণ্টা। আইরিশ শিবিরে বিপত্তি বাঁধান টাইগার পেসার শরিফুল ইসলাম। তার ইনিংসের দ্বিতীয় ওভারের বলে মুরের ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটরক্ষক লিটনের হাতে। ৭৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে টেক্টরের সঙ্গে তার ১৫৪ বলে ৩৮ রানের জুটি ভেঙে যায়।
এরপর ক্রিজে আসেন উইকেটকিপার ব্যাটার লোরকার টাকার। টেক্টরের সঙ্গে মিলে প্রায় ১৫ ওভার ব্যাটিং করেন তিনি। ফলে টাইগারদের ইনিংস ব্যবধানে জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান তারা। দুজনে মিলে এখন পর্যন্ত ৮৯ বলে অবিচ্ছিন্ন ৪২ রান করেন। টেক্টর ৪৩ ও টাকার ২৩ রানে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামবে।
তাইজুল ইসলামের পাঁচ উইকেট শিকারে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে ৩৬৯ রান করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস শেষে ১৫৫ রানের লিড পায় স্বাগতিকরা। আয়ারল্যান্ডের পক্ষে ৬ উইকেট শিকার করেছেন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।
আমাদেরকাগজ/ এইচকে