খেলাধুলা ১ মার্চ, ২০২৩ ০৫:৫১

বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ধুকছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে থ্রি লায়ন্স বোলারদের তোপের মুখে পড়ে তামিম ইকবালের দল ৪৭.২ ওভারে মাত্র ২০৯ রানে গুটিয়ে যায়। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে সফরকারীরা। 

ছোট লক্ষ্য সফরকারীদের সামনে, ম্যাচে টিকে থাকতে হলে প্রথম থেকেই আক্রমণাত্মক বোলিং করতে হবে টাইগারদের। তাই বন্ধু সাকিব আল হাসানকে প্রথম ওভারেই বল হাতে তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে নাম্বার ওয়ান অলরাউন্ডারের প্রথম ওভারেই চমক। ইনিংসের প্রথম ওভারেই মারকুটে ওপেনার জেসন রয়কে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব। 

ডাউন দ্য উইকেটে এসে লোফটিং শট খেলতে গিয়ে মিড অফে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে বসেন রয়। দ্বিতীয় উইকেট জুটিতে ফিল সল্ট ও ডেভিড মালানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ইংলিশ টপ অর্ডাররা। 

টাইগার স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে সাজঘরে ফিরেন ওপেনার ফিল সল্ট ও মিডেল অর্ডার ব্যাটার জেমস ভিন্স।  ১২ রান করে নবম ওভারে বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সল্ট। ১৩তম ওভারে আবারও সেই তাজুলের ঘূর্ণিতে সাজঘরে ফিরেন আরেক ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। চতুর্থ উইকেট জুটিতে ইনিংস সামলানোর দায়িত্ব এসে পড়ে অধিনায়ক জস বাটলারের কাঁধে। 

তবে টাইগার অধিনায়ক তামিম ইকবাল তার গুরুত্বপূর্ণ বোলার তাসকিন আহমেদকে বোলিংয়ে এনে চমকে দেন ইংলিশ শিবিরকে। ১০ রান করে তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বাটলার। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৯২ রান।

আমাদেরকাগজ/ এইচকে