নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৩
দ.আফ্রিকাকে ১৫৬ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক : শিরোপার খুব কাছে গিয়ে বার বার ফিরে আসার গল্পটা অনেকবারই লিখেছে দক্ষিণ আফ্রিকা। এবার নারী টি-টোয়েন্টি ফাইনালে উঠেই ইতিহাস গড়ে ফেলেছেন প্রোট্রিয়া নারীরা। আজ শিরোপা জিতে সে ইতিহাসকে তাদের পূর্ণতা দেওয়ার পালা। তবে কাজটা ভীষণ কঠিন। কারণ, তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বিশ্বকাপকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে। আগের সাত আসরের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে তারা।
এমন হিসেব নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে আজি অধিনায়ক মেগ ল্যানিং। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে আজি নারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে অজিদের হয়ে শুরুতা ভালো করেণ দুই ওপেনার করতেবেথ মুনি ও অ্যালিসা হিলি। এই দুই জুটি মিলে গড়েন ৩৬ রান। তবে পাওয়ার প্লের আগের ওভারের শেষ বলে নাদিন ডি'ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হিলি। ফলে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে অজি নারীরা।
আমাদেরকাগজ/ এইচকে