মাশরাফীদের তোপে রানের খাতায় হাঁসফাঁস চট্টগ্রাম
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ, স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামকে চেপে ধরেছে সিলেট। ক্রিকেট প্রাঙ্গণে ফের দেখা মিলল মাশরাফী বিন মোর্ত্তজার। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।প্রথম ম্যাচে টস করতে নেমেই পেলেন জয়, নামলেন ফিল্ডিংয়ে। তাদের আটোসাঁটো বোলিংয়ে ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে সমর্থকদের হতাশ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফীদের বোলিং তোপে তারা লড়াইয়ের জন্য পর্যাপ্ত রান করতে পারেনি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার (০৬ জানুয়ারি) নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। জয়ের জন্য সিলেট স্ট্রাইকার্সের প্রয়োজন মাত্র ৯০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের তোপে পড়ে চট্টগ্রাম। ওপেনার মেহেদী মারুফ রান আউটের শিকার হলেও ডারউইশ রাসুলি ফেরেন মোহাম্মদ আমিরের বলে ক্যাচ দিয়ে। মারুফ ১৪ বলে ১১ আর ডারউইশ ৯ বলে ৩ রান করেন।
উদ্বোধনী ওভার অধিনায়ক নিজেই করেছেন। দিয়েছেন মাত্র এক রান।
শুরুর ধাক্কা সামলে না উঠতেই অধিনায়ক শুভাগত হোম সাজঘরে ফেরেন রেজাউর রহমান রাজার বলে ক্যাচ দিয়ে। ৭ বল মোকাবিলা করে তিনি করেন মাত্র ১ রান। দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম। উইকেট থেকে বেরিয়ে এসে কোলিন অ্যাকারম্যানকে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন আল-আমিন। ২০ বলে ১৮ রান আসে তার ব্যাট থেকে।
মিডল অর্ডারে ব্যাট হাতে এসে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন আফিফ হোসেনের।
উল্লেখ্য,বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হয়েছে ম্যাচটি।
আমাদের কাগজ/এমটি