খেলাধুলা ২৫ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৬

পুরস্কারে লাথি মারা বডিবিল্ডার জাহিদ আজীবন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিচারকদের সামনে লাথি মারার ঘটনায় আজীবন নিষিদ্ধ হয়েছেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ।

গত ২৩ ডিসেম্বর রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মঞ্চ থেকে নেমে পুরস্কারে লাথি মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর এমন ঘটনার জেরে তাকে নিষিদ্ধ করা হয়।

১১ জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওই প্রতিযোগিতায় জাহিদ রৌপ্য জিতেছিলেন। এই রায়ে সন্তুষ্ট হতে না পেরে পুরস্কারের মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুরস্কার নিয়ে মঞ্চে নামার পর পুরস্কারে লাথি মেরে প্রতিবাদ করেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন জরুরি সভার আয়োজন করে। ওই বৈঠকে জাহিদকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট ফেডারেশন।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, জাহিদের এমন কর্মকাণ্ডে অডিটোরিয়ামের অন্য বডি বিল্ডাররাও আতঙ্কিত হয়ে পড়েছেন। আমাদের প্রতিযোগিতার সময় তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। ফলে খেলাধুলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছি।

প্রতিবাদে জাহিদের লাথি মারার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি এই আচরণের ব্যাখ্যাও দিয়েছেন। জাহিদ বলেন, আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেওয়া হয়নি বিচারকরা সঠিক রায় দেননি। প্রতিবাদে এমন আচরণ করলাম।

আমাদেরকাগজ/এইচএম