খেলাধুলা ২৪ ডিসেম্বর, ২০২২ ০১:৪৬

আইপিএলে প্রথমবার তিন বাংলাদেশি

 লিটন, মোস্তাফিজ ও সাকিব। ছবি: সংগৃহীত

লিটন, মোস্তাফিজ ও সাকিব। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে প্রথমবারের মতো খেলবে তিন বাংলাদেশি ক্রিকেটার। গতকাল শক্রবার সাকিব আল হাসান ও লিটন দাস নিলামে দল পান। আর মোস্তাফিজুর রহমানকে ধরে রাখে (রিটেইন) দিল্লি ক্যাপিটালস।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্স নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে নেয়। ফলে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিনজন।

দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। একইভাবে দ্বিতীয় ডাকে কলকাতা লিটনকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে টেনেছে।

আমাদেরকাগজ/ এইচকে