পাওয়ার ফুটবল ও ছন্দময় ফুটবলের লড়াইয়ের অপেক্ষা
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ দেখতে দেখতে শেষের পথে কাতার বিশ্বকাপ। আজ (১৮ ডিসেম্বর) পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের।কাতার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইতে রোববার (১৮ ডিসেম্বর) ইউরোপীয় শক্তি ফ্রান্সের মুখোমুখি হবে লাতিন শক্তি আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালটি শুরু হবে রাত ৯টায়।
মরুর বুকে এক মাসের ফুটবল মহাযুদ্ধের শেষ রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে পৃথিবী। সোনার ট্রফি জয়ে মুখোমুখি ইউরোপ ও লাতিন ফুটবল শক্তি। পাওয়ার ফুটবল বনাম ছন্দময় ফুটবলের এ লড়াই মঞ্চায়নে তৈরি আধুনিক স্থাপত্যের নিদর্শন লুসাইল স্টেডিয়ামও। আর এই লড়াইয়ের অপেক্ষায় আছেন সমর্থকরাও।
কাতারে চলমান আসরটি বিশ্বকাপের ২২তম আসর। ৯২ বছর আগে শুরু হওয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি প্রথমবার বসে ১৯৩০ সালে উরুগুয়েতে। এরমধ্যে ব্রাজিল, ইতালি, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো দুইটি করে আসর আয়োজন করে।
বিশ্বকাপের ইতিহাসে একটি নির্দিষ্ট আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল এসেছে ১৭১টি। ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ এর বিশ্বকাপে প্রথমবার মোট ১৭১ গোল হয়। এরপর ২০১৪ বিশ্বকাপ আসরেও ১৭১ টি গোল করে দলগুলো।
চলমান কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৩২টি দলের ৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রায় ১৬৬টি গোল হয়েছে। এখন শুধু ফাইনালের অপেক্ষায়।
উল্লেখ্য,সোনার ট্রফি জয়ে মুখোমুখি ইউরোপ ও লাতিন ফুটবল শক্তি দুদলের সামনেই তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি। যেখানে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হবার সুযোগ ফরাসিদের। আর ৩৬ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ লে আলবিসেলেস্তেদের।
মধ্যমণি গ্রিজম্যানের সরবরাহ করা বলে আক্রমণ শানাবেন এমবাপে, ডাম্বেলে ও জিরুদ। শিরোপা স্বপ্নের পাশাপাশি গোল্ডেন বল ও বুটের অনুপ্রেরণা রয়েছে এমবাপের জন্য।
ফরাসিদের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে ৩৬ বছরের অশ্রু, বঞ্চনা ও সমালোচনার জবাব দেবার মঞ্চ আর্জেন্টিনার জন্য। বাতিস্তুতা, ওরতেগা, রিকুয়েলমে, ক্রেসপো, আয়ালা, তেভেজদের শোকগাথা পেরিয়ে, ২০১৪ বিশ্বকাপের ফাইনালে যোগ হয় হিগুয়েন-আগুয়েরোর অশ্রুগাঁথা। স্কালোনির গুরুগিরিতে কোপার খরা কাটানোর পর এবার বিশ্বকাপ অপেক্ষার অবসানে একাট্টা লে আলবিসেলেস্তেরা।
গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজের সামনে দেয়াল হয়ে দাঁড়াবেন অভিজ্ঞ ওতামেন্দি ও তরুণ রোমেরো-লিসান্দ্রোরা। মধ্যমাঠে বল দখলের লড়াই চালাবেন ডি পল, অ্যালিস্টার, পারাদেশ। এখানে সারপ্রাইজ প্যাকেজও রাখতে পারেন কোচ। আর আক্রমণের কামান দাগাবেন মেসি ও আলভারেজ। যদিও মেসিকে বল থেকে দূরে রাখার হুমকি দিয়েছে ফ্রান্স। কিন্তু এ ম্যাচ মেসির জন্য তো শুধু বিশ্বকাপের ফাইনাল নয়; সর্বকালের সেরার সিংহাসনে অধিষ্ঠিত হবার শেষ সিঁড়িও।
আমাদের কাগজ/এম টি