ডেস্ক রিপোর্ট।।
আবারো ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহম্মেদ। অন্তত দেড় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এবার সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন ডানহাতি পেসার। জাতীয় দলে সুযোগ না হলেও ‘এ’ দলে ডাক পাওয়ার কথা ছিল তার। তবে আঘাতের কারণে তিনি অনুশীলনেই নামতে পারবেন না।
ফেব্রুয়ারিতে বিপিএলে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান তাসকিন। সেই ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর আর বিশ্বকাপে খেলতে পারেননি। ২০১৫ সালেও সাইড স্ট্রেইন ইনজুরিতে পরেছিলেন তাসকিন।