খেলাধুলা ২৬ নভেম্বর, ২০২২ ০৭:০৫

এক নজরে দেখে নিন সৌদি আরব এবং পোল্যান্ডের একাদশ

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে এখন ‘সি’ গ্রুপে ফেবারিট হয়ে গেছে সৌদি আরব। অন্যদিকে পোল্যান্ড এবং মেক্সিকো ম্যাচ ড্র হওয়ার কারণে তারাও চলে গেছে অনেকটা ব্যাকফুটে।

সেই পোল্যান্ড আজ সৌদি আরবের মুখোমুখি। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে এশিয়া এবং ইউরোপের এই দুই দেশ। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের স্কোয়াড এবং ফরমেশন।


পোল্যান্ড একাদশ: ফরমেশন ৩-৪-১-২

ওজিয়েক সিজিসনি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, বার্তোজ বেরেসজিনস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিয়েলিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাতি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, আরকাডিয়াস মিলিক।

কোচ: চেসল মিখনিয়েভিকজ

সৌদি আরব একাদশ: ফরমেশন ৪-১-৪-১


মোহাম্মদ আল ওয়াইজ, আলি আল বুলাইহি, আবদুদেলাহ আল আমরি, আবদুদেলাহ আল মালকি, মোহাম্মদ আল বুরায়েক, সৌদ আবদুল হামিদ, মোহাম্মদ কানো, সামি আল নাজি, সালেম আল দাওসারি, ফারাজ আল ব্রিকান, সালেহ আল সেহরি।

কোচ: হার্ভ জিন মারিয়ে রজার রেনার্ড।

আমাদেরকাগজ/ এএইচ