স্পোর্টস ডেস্ক: চলছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর কাতার বিশ্বকাপ। যেখানে প্রতিদিনই ঘটছে নানা রকম অঘটন।
শুক্রবার (২৫ নভেম্বর) জয়ের লক্ষে মাঠে নামছে ৮টি দল। যাদের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমিরা।
দলগুলো হলো: ওয়েলস, ইরান, কাতার, সেনেগাল, নেদারল্যান্ডস, ইকুয়েডর, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র।
শুক্রবার বিকেল ৪টায় শুরু হবে ওয়েলস ও ইরানের খেলা। ম্যাচটি বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।।
দিনের দ্বিতীয় খেলায় কাতারের মুখোমুখি হবে সেনেগাল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা শুরু হবে এই ম্যাচটি। যা বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।
রাত ১০টায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। এটি দিনের তৃতীয় ম্যাচ। এটিও বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।।
আজকের দিনের চতুর্থ ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাবে যুক্তরাষ্ট্র। ম্যাচটি বাংলাদেশ সময় ১ টায় বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।
আমেদেরকাগজ/এইচএম