আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মূহুর্তে আরেকটি বড় দুঃসংবাদ পেলো ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।কাতারের স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) বিকেলে জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করার সময় উরুর ইনজুরিতে পড়েন তিনি। পরবর্তীতে ফ্রান্স দলের পক্ষ থেকে জানানো হয় এই ইনজুরির কারণে তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন না।
বেনজেমার এমন ছিটকে যাওয়ায় হতাশ ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমি বেনজেমার জন্য খুবই বেদনাহত, যে কিনা বিশ্বকাপকে মূল্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছিল।’এই ধাক্কার পরও অবশ্য হাল ছাড়তে চান না ফ্রান্স কোচ। তিনি আরও যোগ করে বলেছেন, ‘নতুন এই ধাক্কার পরও, আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সম্ভাব্য সবকিছুই করব।’
ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, করিম বেনজেমার ইনজুরিতে গোটা দল ব্যথিত এবং তিনি দ্রুত সেরে উঠুক সেই প্রত্যাশা করছে সবাই। এমআরআই করে নিশ্চিত হওয়া গেছে বেনজেমা উরুর পেশির ইনজুরিতে পড়েছেন। যেটা থেকে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। সে কারণে তিনি আর বিশ্বকাপে খেলতে পারছেন না।
এ বছরটি দুর্দান্ত কেটেছে করিম বেনজেমার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পাশাপাশি স্প্যানিশ লা লিগার শিরোপাও জিতেছিলেন। জিতেছিলেন ২০২২ ব্যালন ডি’অরও। ২০২১-২২ মৌসুমে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে করেছিলেন ৪৪ গোল। শুধু তাই নয়, ফ্রান্সের হয়ে ন্যাশন্স লিগেও দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। সবাই ধরেই নিয়েছিল ফরাসি এই তারকা এবার কাতার বিশ্বকাপ রাঙাবেন নিজের পারফরম্যান্স দিয়ে। কিন্তু সেটা আর হচ্ছে না অনাহুত ইনজুরির কারণে।
ব্ল্যাকমেল বিতর্কে এর আগে সাড়ে ৫ বছর জাতীয় দলে বিবেচনায় ছিলেন না বেনজেমা। যে কারণে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয় উপভোগ করতে হয়েছিল দর্শক হিসেবে। এরপর দারুণ পারফরম্যান্সে ঠিকই দলে জায়গা করে নেন এই রিয়াল তারকা। এবারের বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা ধরে রাখার বড় অস্ত্র বিবেচনা করা হচ্ছিল বেনজেমাকে। তবে সেই মিশনে আর নামার সুযোগই পেলেন না ৩৪ বছর বয়সী এই তারকা।
ইনজুরির কারণে ফ্রান্সের বিশ্বকাপ দলে নেই তারকা মিডফিল্ডার পল পগবা ও এন’গলো কান্তে। গেল বুধবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তাদের ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু।
আমাদের কাগজ//টিএ






















