খেলাধুলা ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩৭

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক ।। 

ওভাই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আফগানদের হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখতে চান তারা।

ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। সেখানে আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। আইসিসি র‌্যাংকিংয়ের ১৪ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে হেসেখেলে জিতেছে তারা। তাতে সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রশিদ খানের দল। সব মিলিয়ে এগিয়ে তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।