স্পোর্টস ডেস্ক ।।
ইতিহাস হলো না। ১০৬ রানের ভারে খুব কাছে গিয়েও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পারল না যুব এশিয়া কাপের শিরোপা জিতে নিতে। ভারতের কাছে হেরে হলো স্বপ্ন ভঙ্গ। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৩২.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মহা চাপে পড়ে বাংলাদেশ। ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পরাজয়ের ক্ষণ গুনতে থাকে।
সেখান থেকে অবশ্য তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানের ব্যাট আশা দেখায়। দুজনের ২৩ রানের জুটিটাই মনে হচ্ছিল বিশাল। তবে দল জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরেন সাকিব। ৩৩তম ওভারে যাকে নিজের চতুর্থ শিকার বানান বাঁহাতি স্পিনার আথর্ভা অ্যাঙ্কোলেকার। তিন বলের ব্যবধানে শাহিন আলমকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস ১০১ রানে থামান আথর্ভা। পূরণ করেন ৫ উইকেট। আর শিরোপার স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাংলাদেশের।
টুর্নামেন্টের ৩০ বছরের ইতিহাসে বাংলাদেশ এই প্রথম ফাইনালে পা রেখেছিল। আর ভারত ছিল আগের সাত আসরে ছয়বারই চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই ফেভারিট ছিল ভারতই। তবে বোলাররা তৈরি করে দিয়েছিল বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মঞ্চ। কিন্তু ব্যাটসম্যানরা এভাবে ব্যর্থ হলে ইতিহাস হয় কীভাবে।






















