খেলাধুলা ২২ জানুয়ারি, ২০২১ ০৪:২৩

সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি প্রত্যাশিত জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। আজ মিরপুর স্টেডিয়ামে সেই উদ্দেশ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়। যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলোকে পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকতে হবে। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে দশ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ দল। শুক্রবার সিরিজ জেতার পাশাপাশি স্বাগতিকদের সামনে সুযোগ আরও ১০ পয়েন্ট অর্জনের।

তবে প্রথম ম্যাচ যতটা সহজে জেতা গেছে, পরের ম্যাচটি যে অতটা সহজ নাও হতে পারে- সে বিষয়ে শিষ্যদের সতর্ক করলেন গিবসন, ‘ফিল সিমন্স খুবই ভালো একজন কোচ। সুতরাং তাকে এই খেলোয়াড়দের সাথে যথেষ্ট সময় দেওয়া হলে তারা দ্রুত তৈরি হয়ে উঠবে। যদিও নতুনদের জন্য এই কন্ডিশনে খেলাটা বেশ কঠিন। তার পরও আমি মনে করি ওরা দারুণ কিছু করতে সক্ষম।’

করোনাভাইরাসে বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে ছন্দে ফেরা হয়ে ওঠেনি মুশফিক, মাহমুদ উল্লাহ, সাকিবদের। তবে বল হাতে দুর্দান্ত কামব্যাক করেছে টাইগার বোলাররা।