খেলাধুলা ১২ জানুয়ারি, ২০২১ ০৬:২১

টেস্টে আবারো যেভাবে প্রতারণা করলো স্মিথ

স্পোর্টস ডেস্ক

বল বিকৃতি কাণ্ডের পর এক বছর নির্বাসন হয়েছিল স্টিভেন স্মিথের স্বীকার করেছিলেন, বড় ভুল করে ফেলেছেন তিনি এমন কাজ আর কখনও করবেন না বলেও কথা দিয়েছিলেন ক্ন্তিু ক্রিকেট মাঠে আরও একবার স্মিথ 'কাণ্ড' নিয়ে সমালোচনা শুরু হয়েছে ক্যামেরা বন্দিও হয়েছে স্মিথ হয়তো ভুলেই গিয়েছিলেন, আধুনিক ক্রিকেট এতটাই প্রযুক্তি নির্ভর যে ফাঁকি দেওয়ার প্রশ্নই ওঠে না

সিডনি টেস্ট পঞ্চম দিন ড্রিংকস ব্রেক-এর সময় পন্থের ক্রিজ মার্কস পায়ে ঘষে তুলে দেওয়ার চেষ্টা করেন স্মিথ সেই ঘটনা স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি এর পরই স্মিথকে প্রশ্নের মুখে পড়তে হয়