খেলাধুলা ১ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৮

‘স্টুপিড রশিদ’ বলে দর্শকের স্লোগান

ডেস্ক রিপোর্ট।। 

বরাবরেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত কথা বলে গিয়েছেন রশিদ খান। এর আগে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপেও বাংলাদেশকে ছোট দল হিসেবে আখ্যায়িত করেন তিনি।

তবে এবার তিনি বাংলাদেশ দলে আসলেন আফগানদের অধিনায়ক হিসেবেই। তবে আজকে অনুশীলনে আসার পরেই তাকে যে দর্শকদের ভুলি শুনতে হয়েছে। আর এই নিয়েই যেন শুরু হয়ে যায় আলোচনার। আজকে মাঠে অনুশীলন করার সমইয়তেই দর্শকদের ভুলি শুনতে হয় তাকে।

এই সময়তেই তাকে স্টুপিড রশিদ বলে আখ্যায়িত করেন অনেকেই। যখন গ্যালারির সামনে আসেন তিনি তখনি তাকে এটা বলে আখ্যায়িত করা হয় তাকে।

বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৫ তারিখে। তবে সেই ম্যাচের আগে আজ একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা।

এই প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

বাংলাদেশ দল: ফারদিন হাসান, সাব্বির হোসেন, আল আমিন, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান, ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন সাকিল, জুবাইর হোসেন, মেহেদী হাসান রানা, আসাদুল্লাহ গালীব, ইরফান শুকুর।