বিনোদন ডেস্ক
বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান বরাবরের মত একজন ক্রীড়াপ্রেমী। এ ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই। এ অভিনেতার ঝুলিতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)।
ফের তিনি ক্রিকেটের পেছনে মিলিয়ন ডলার খরচ করতে যাচ্ছেন বলিউডের কিং খান। এ অভিনেতা লগ্নি করতে যাচ্ছেন আমেরিকান ক্রিকেটে। আইপিএলের ধাঁচে এবার মার্কিন মুলুকেও টি-২০ টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ।
সম্প্রতি শাহরুখের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি দল কিনছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। আসন্ন আমেরিকান মেজর লীগ ক্রিকেটে অংশ নেবে দলটি। এ যাত্রায় শাহরুখের সঙ্গে রয়েছেন নাইট রাইডার্সের আরেক অংশীদার জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শাহরুখ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন, ‘বেশ কিছু বছর ধরেই নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিটি আমরা পুরো বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমেরিকান এই টি-২০ লীগে তাই আমাদের দল নেওয়া। আশা করছি সবকিছু ঠিকঠাক মতই হবে। আমরা সামনের বছরগুলোতে আরও এগিয়ে যেতে চাই।’
নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেংকি মাইসোর গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটকে বিশ্বায়নের ক্ষেত্রে আমরা সাথে থাকতে চাই। তাই আমেরিকান ক্রিকেট লীগে আমাদের দল নেওয়া। অনেক পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে।’
প্রসঙ্গত, দীর্ঘ দুই বছর বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার আসন্ন সিনেমা ‘পাঠান’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।