বিনোদন ২২ অক্টোবর, ২০২০ ০৭:০৬

গান গেয়ে তোপের মুখে চঞ্চল-শাওন

বিনোদন ডেস্ক 
চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কণ্ঠে ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বেশ প্রশংসাও কুড়ায়। কিন্তু সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া গানটি ‘সরলপুর’ ব্যান্ডের গান বলে দাবি করা হয়।

এমনকি গানটি গাওয়ার জন্য তাদের থেকে কোন অনুমতি নেয়া হয়নি বলে অভিযোগ করেন ব্যান্ড দলটির সদস্যরা। 

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কণ্ঠে গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটির সংগীত পরিচালনা করেছেন ‘সোলস’ ব্যান্ডের পার্থ বড়ুয়া। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে ‘আইপিডিসি আমাদের গান’ এই গানটি প্রকাশ করেছে। 

‘সরলপুর’ নামে একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দাবি করছে এটি তাদের গান। কোনো ধরনের অনুমতি না নিয়েই গানটি নতুন করে প্রকাশ করেছে আইপিডিসি। কানাডা থেকে ‘সরলপুর’র ভোকালিস্ট ও গিটারিস্ট তরিকুল ইসলাম তপন জানান, 'এই গানটি ‘যুবতী রাধে’ শিরোনামে ২০০৬-০৭ সালের দিকে তিনি ও আতিকুর রহমান লেখেন। কীর্তনে বর্ণিত রাধা-কৃষ্ণের ঘটনাকে অবলম্বন করেই মূলত গানটি লেখা। এমনকি গানটির সুর ও করা হয় কীর্তন গানের আলোকে। ‘যুবতী রাধে’ গানটির পূর্ণ স্বত্বাধিকারী তরিকুল ইসলাম তপন। কিন্তু এখন ক্রিয়েটো এজেন্সি থেকে চঞ্চল চৌধুরী ও শাওনের কণ্ঠে যে গানটি বের হয়েছে তা করার আগে ‘সরলপুর’ ব্যান্ডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।'

গান গেয়ে

ব্যান্ডটির ভোকালিস্ট তপন বলেন, 'এই গানটি আমরা আনরিলিজড ট্র্যাক হিসেবে মুক্তি দিয়েছি। এখনো কোনো অ্যালবামে এটা আমরা দেইনি। তাই আমরা কোনো মতেই চাই না, আমাদের আগে কেউ এই গানটি প্রকাশ করুক।'

ব্যান্ডটির অন্য ভোকালিস্ট মারজিয়া আমিন তুরিনও একই মত ব্যক্ত করে বলেন, 'এখনো অনেক পেজ থেকে গানটি শেয়ার দেয়া হচ্ছে। আমরা চাই না এই গানটি ছড়িয়ে যাক। তাই সবাইকে আমরা এই গানটি শেয়ার দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানাই।'

এর আগে এই গানটি সুমি মির্জা নামে একজন গেয়ে ফেলেন। এ নিয়ে বর্তমানে কোর্টে মামলা চলমান।