বিনোদন ২১ অক্টোবর, ২০২০ ০৪:০৭

ছবিতে ভালোবাসার বহিঃপ্রকাশ

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেত্রী নির্মাতা শুভশ্রী রাজ চক্রবর্তীসম্প্রতি তাদের ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান ইউভান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই দম্পতি। নিয়মিত ছবি ভিডিও পোস্ট করছেন

সম্প্রতি একটি ছবি প্রকাশ করেন শুভশ্রী রাজের ভালোবাসার আলিঙ্গনে বদ্ধ শুভশ্রী প্রেমের রংমিলান্তিতে দুজনের মন মজেছে কালো রঙ্গে ভালোবাসার মানুষকে কাছে পেয়ে খুশি এই নায়িকাপরিতৃপ্তির স্মিত হাসি তাঁর মুখ জুড়ে চতুর্থীর সন্ধ্যায় এমনই একটা মিষ্টি ছবি অনুরাগীদের উপহার দিলেন শুভশ্রী

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা দম্পতি প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর পর বার পথ চলা শুরু করেছেন মা-বাবার ভূমিকায় ছোট্ট ইউভানকে নিয়ে সময় কাটছে তাঁদের নতুন অভিভাবকত্বের দায়িত্ব নেহাতই কম নয় সব কিছু সামলেই শুভশ্রী যেন রাজকে আরও একবার বলতে চাইলেনভালবাসি ভালবাসি তাই পরিচালক যখন কাজে ব্যস্ত, তখন নায়িকা তাঁর অজান্তেই আবার নতুন করে যেন ভালবাসার ঘোষণা করলেন এই ছবি দিয়েকাপল গোলসএর ছবি দিচ্ছেন অনুরাগীদের জন্য

ইউভানের জন্মের পর হাসপাতালেই শুভশ্রীকে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন রাজ দাম্পত্যের দুটো বছর পেরিয়ে ভালবাসা শুধুই বেড়ে চলেছেরাজশ্রী এখন দুই থেকে তিন হয়ে আগামীর স্বপ্ন বুনছেন তাঁরাভালবাসায় ভালোবেসে বেঁধেরেখেছেন একে অপরকে