বিনোদন ডেস্ক
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। পুরো নাম ফরিদা আক্তার পপি। চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী।
ববিতার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘ধীরে বহে মেঘনা’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘দহন’, ‘বাঁদী থেকে বেগম’, ‘নয়ন মনি’, ‘বসুন্ধরা’, দিপু নম্বর টু’, ‘অনন্ত প্রেম’, পিচ ঢালা পথ, ‘সোহাগ’, ‘মিস লঙ্কা’, ‘তিন কন্যা’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’ অন্যতম।
ববিতার ক্যারিয়ারের সেরা ৫টি সিনেমার মধ্যে রয়েছে- সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’। সিনেমাটি ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’। অন্যতম ব্যবসা সফল এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। মোহসীন পরিচালিত ‘বাঁদী থেকে বেগম’। এটি মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। এই সিনেমায় অভিনয়ের জন্য ববিতা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’। এটি মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে। সিনেমাটি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। জহির রায়হানের পরিচালিত দুটি সিনেমা করেছেন ববিতা ‘সংসার’ ও ‘শেষ পর্যন্ত’।





















