বিনোদন ডেস্ক
টালিউডের অন্যতম সেরা আবেদনময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের নানা অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করে চলেছেন সবাইকে।
খোলামেলা দৃশ্যে তার অভিনয়ের জুড়ি নেই। সাহসী দৃশ্যে হাজির হয়ে বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছেন। ফের তার সাহসী দৃশ্যে হাজির হওয়া নিয়ে চলছে বিতর্ক। সম্প্রতি ‘চরিত্রহীন ৩’র ওয়েব সিরিজের প্রথম লুকে টিজারে ভীষণ উষ্ণতা ছড়িয়েছেন তিনি।
টিজারে এক ঝলকে দেখা যায় তাকে। একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ভালোবাসার আলিঙ্গনে। ঠোঁটে ঠোঁট জড়িয়ে আছে। প্রেমের উষ্ণতা ঘন হয়ে নামছে অন্ধকারে। ‘চরিত্রহীন ৩’-এর ২২ সেকেন্ডের টিজার জুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাসের এমনই খোলামেলা দৃশ্যে ভরপুর।
স্বস্তিকার ভাষ্য, প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।
উল্লেখ্য, দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা এবং সৌরভ দাসকে।






















