বিনোদন ডেস্ক
তারকার মেয়েও এক কথায় তারকা। তারা কখন কোথায় যান সেটি নিয়েও চলে নানান আলোচনা সমালোচনা। এই যেমন শাহরুখকন্যা সুহানার কথাই ধরা যাক। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেছেন দুবাই সৈকতের কিছু ছবি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুহানার উষ্ণতা ছড়ানো ছবি নিয়ে চলছে নানান আলোচনা।
জানা গেছে, আইপিএল শুরু হওয়ার সময় থেকেই পরিবার নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন মেয়ে সুহানা ও ছেলে আরিয়ানের সঙ্গে গ্যালারিতেও দেখা দেখা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে।
বাবার সঙ্গে ম্যাচ দেখার পাশাপাশি দুবাইয়ে ছুটি বেশ উপভোগ করছেন শাহরুখকন্যা সুহানা। বিভিন্ন আঙ্গিকে ছবি তুলে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিমিষেই ভক্তদের মাঝে ঝড় তুলছে। দুবাই সৈকতে সুহানাকে দেখা গেছে কালো রঙের স্লিভলেস শার্ট আর ডেনিমের হট প্যান্টে।
উল্লেখ্য, সুহানার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ারের সংখ্যা ১২ লাখেরও বেশি। ভক্তদের জন্য নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন শাহরুখকন্যা।






















