বিনোদন ডেস্ক
করোনা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তাহসান, তিশা ও রাজ। ‘মানি মেশিন’ নামের ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তাহসান খান, তানজিন তিশা ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
তিশা গত ৫ অক্টোবর, তাহসান ৮ অক্টোবর ও রাজ ১০ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ আসেন। তারা ৩ জনই তিন জনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনজনেরই করোনা ফল নেগেটিভ এসেছে। চলতি সপ্তাহেই তারা আবারও করোনা পরীক্ষা করিয়েছিলেন।
তাহসান বলেন, গতকাল আমার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। পাশাপাশি আমার ফেসবুক ফলোয়ার দেখলাম ৮০ লাখ। সবকিছু মিলিয়ে সত্যিই আমি কৃতজ্ঞ। আপনাদের এত ভালোবাসা পাব ভাবিনি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, সবার দোয়া আর ভালোবাসার জোরে এখন বেশ ভালো আছি। গতকাল বাসায় ফিরেছি। তবে শরীর খুব দুর্বল। চিকিৎসক বলেছেন, আরও ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।






















