স্মার্ট সিলেট সিটি প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো ফেস রিকগনিশন ও যানবাহনের নম্বর প্লেট চিহ্নিতকরণ আইপি ক্যামেরা বসানো হয়েছে। সিলেট জেলাকে স্মার্ট শহরে রূপান্তরের অংশ হিসেবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এ প্রকল্প বাস্তবায়ন করছে। গতকাল শনিবার সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকল্পের দুটি কম্পোনেন্টের উদ্বোধন করা হয়। এ ট্র্যাকিং সিস্টেম ও ডিভাইস সরবরাহ করছে চীনের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। থুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এছাড়া স্মার্ট সিটি প্রকল্পের আওতায় সিলেট নগরের ৬২টি স্থানে মোট ১২৬ এক্সেস পয়েন্টের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করা হবে। এখান থেকে সিলেটবাসীরা বিভিন্ন সরকারি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে এবং বিভিন্ন প্রকার সেবা নিতে পারবে এবং অভিযোগ জানাতে পারবে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘এখন প্রত্যেক গুরুত্বপূর্ণ রাস্তায় এ রকম ক্যামেরা স্থাপন করে মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক নজরদারি করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।’






















